চলনবিল প্রতিনিধি: শনিবার ভোর ৬টা থেকে তাড়াশ চলন বিলের পাড়ে ধুম পরেছে বড়শি দিয়ে মাছ শিকারের। চলন বিলের চারিপাশে ও ডিঙ্গি নৌকা দিয়ে বিলের মধ্যে বেঁধে রেখে ও মাচায় বসে বড়শি দিয়ে মাছ ধরায় মত্ত রয়েছেন সৌখিন মৎস্য শিকারিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়শি দিয়ে ধুমধাম করে মাছ শিকার করছেন তারা। শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধুম চলবে প্রায় দুই মাস থেকে তিন মাস।
সরেজমিনে চলন বিলে গিয়ে দেখা গেছে, প্রতিটি মাচায় ৪ থেকে ৫ জন মৎস শিকারী। কেউ বড়শি টোপ পানিতে ফেলে বসে আছে মাছ শিকারের আশায়। কেউবা বড়শিতে মাছের খাবার গুঁজে দিচ্ছে। কেউ কেউ এ মাছ ধরায় তাদের সহযোগিদের নিয়ে এসেছেন। এদের মধ্যে কেউ বড় মাছ পেয়ে খুব খুশি আবার কেউ আশানুরূপ মাছ না পেয়ে হতাশ। তবে প্রতিযোগিতায় অংশ নেয় কম বেশি সবার বড়শিতেই রুই, কাতল, মৃগেল, শোল, গজাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে।
মহেশরৌহালী এলাকার মৎস শিকারী শাজাহান আলী তিনি গত ২০ বছর ধরে বড়শি দিয়ে মৎস্য শিকার করেন। তিনি বলেন চলনবিলে মাছ ধরার মজাই আলাদা যখন মাছ ধরে মনে হয় মাছ মারি আর মারি। তিনি বলেন দুপুরের দিকে দুটো কাতলা আর একটা রুই পাইছি। আশা করছি আরো বড় মাছ পাবো।’
নাটর থেকে আসা মৎস শিকারি জুবাইর বলেন, ‘বড়শি দিয়ে মাছ শিকার করতে ভালো লাগে। তাই চলন বিলে এসেছি মাছ ধরার জন্য। জেলার বাইরে হলেও সেখানে আমার দল নিয়ে যাই।’
কাছিকাটার মৎস শিকারি জুলহাস বলেন, ‘আমরা বিভিন্ন জেলায় বড়শি দিয়ে মাছ ধরি। এ বছর প্রথম চলন বিলে মাছ ধরতে এলাম। এখানে বিলটা অনেক বড়, পরিবেশটাও ভালো। মাছ ধরে ভালোই আনন্দ পাচ্ছি।’
মাছ শিকার দেখতে আসা দর্শনার্থী রুনা বেগম বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে ছুটির দিনে চলন বিলের পাড়ে ঘুরতে এসে মাছ ধরার এমন দৃশ্য দেখে আরো বেশি ভাল লাগছে। সব সময় এমন মাছ মারার দৃশ্য দেখতে পেতাম তাহলে কতই না ভাল হতো।
আরবিসি/১৮ সেপ্টেম্বর/ রোজি