• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

রোববার ফের শুরু আইপিএল

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের খেলা। ভারতে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় আইপিএলের দ্বিতীয় পর্বের খেলাগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা।

রোববার রাত ৮টায় আরব আমিরাতে আইপিএলের ১৪তম আসরের ৩০তম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।

১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টির এ জমজমাট টুর্নামেন্টে ৮টি দলই প্লে-অফে যেতে সেরা তারকাদের দলে ভিড়িয়েছে।

আটটি ফ্রাঞ্চাইজির সেরা একাদশে সম্ভাব্য যারা আছেন-

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, শিমরন হিতমায়ার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, রবিন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্টজে, আবেশ খান ও বেন ডারশুইস।

চেন্নাই সুপার কিংস: ফাফ ডু প্লেসিস, রুতুরাজ গায়কোয়াড, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, জশ হ্যাজেলউড ও ইমরান তাহির।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, টিম ডেভিড, দুষ্মন্ত চামিরা, জর্জ গার্টন ও আকাশদীপ।

মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষান, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, অ্যাডাম মিলনে, নাথান কুল্টার নাইল, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার।

রাজস্থান রয়েলস: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিবম দুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াতি, কার্তিক ত্যাগী, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট, গ্লেন ফিলিপস, ওশান থমাস ও তাবরেজ শামসি।

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন, আদিল রশিদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, নাথান এলিস, মোহাম্মদ শামি, এইডেন মার্করাম ও নাথান এলিস।

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, সাকিব আল হাসান ও টিম সাউদি।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডিয়া, কেদার যাদব, বিজয় শঙ্কর, শেরফানে রাদারফোর্ড, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও টি নটরাজন।

আরবিসি/১৮ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category