• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

এবার হিন্দি ওয়েব সিরিজে জয়া

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : ভারতের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি রাজনৈতিক ওয়েব সিরিজে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের অভিনয়ের খবর এসেছে কলকাতার গণমাধ্যমে।

১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন বিতর্কিত পুলিশ কর্মকর্তা রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় রাজনৈতিক ওয়েব সিরিজটি নির্মাণ করা হবে বলে এক খবরে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

সায়ন্তন মুখোপাধ্যায় জানান, এতে নকশালবাড়ি আন্দোলনের কমিউনিস্ট নেতা চারু মজুমদারের চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে জয়া আহসান অভিনয় করবেন।

এর আগে সায়ন্তনের পরিচালনায় কবি জীবনানন্দ দাশের জীবন নিয়ে নির্মিত ‘ঝরা পালক’ সিনেমায় কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

পরিচালক বলেন, আমার জয়া-যোগ তখন থেকেই। জয়া অনুরোধ জানিয়েছিলেন, জাতীয় স্তরের কাজে তাকে সুযোগ দেওয়ার জন্য। সেই জায়গা থেকেই লীলা মজুমদারের চরিত্রের জন্য বলতেই এক কথায় রাজি তিনি।

এ ওয়েব সিরিজে রুণু গুহ নিয়োগীর চরিত্রে রণিত রায়, তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, চারু মজুদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, জ্যোতি বসুর চরিত্রের পরেশ রাওয়াল ও বোমান ইরানিকে ভাবা হচ্ছে বলে জানান পরিচালক।

দেড় বছর ধরে ওয়েব সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। চিত্রনাট্যে তাকে সহযোগিতা করেছেন বলিউডের ‘অন্ধাধুন’ ছবির লেখক অরিজিৎ বিশ্বাস।

পরিচালক বলেন, মুম্বইয়ের পটভূমিকায় যদি ‘সেক্রেড গেমস’ বা উত্তরপ্রদেশকে নিয়ে ‘মির্জাপুর’ সিরিজ তৈরি হতে পারে তা হলে বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে। সেই জায়গা থেকেই আমার এই উপন্যাস নির্বাচন।

আসছে পূজার পর কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও ছবির দৃশ্যধারণের পরিকল্পনার কথা জানান পরিচালক।

আরবিসি/১৬ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category