• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা কমিটির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। নগরীর কোর্ট শহিদ মিনারের সামনে বুধবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপি আন্তর্জাতিকমানের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে তিন বছরে রুপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র-শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত চার দফা বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর মাধ্যমে চারটি মন্ত্রণালয়ের দাবীর সমর্থনে ও দাবী বাস্তবায়নের অনুরোধ সম্মলিত স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী আয়াতুল্লাহ এর সঞ্চালনায় মানববন্ধন ও স্মারলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদ সরোওয়ার্দী, রাজশাহী জেলা জেলা সংগ্রাম পরিষদের জনসংযোগ ও প্রচার সম্পাদক আহসান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহিনুল হক, রাজশাহী পলিটেকনিক্যাল এর শিক্ষক সুজন হায়দার, অর্থ উপ-কমিটির আহবায়ক আব্দুল গফুর, রয়েটের ডিপ্রকৌশলী রাজিবল রহমান, আইডিইবি এর সহ-সভাপতি মেরাজুল আলম, ডিপ্রকৌশলী বিউবো রাজশাহীর সাধারণ সম্পাদক পশুরাম তরফদার, রাজশাহী গণপূর্ত এর সভাপতি সাইদুজ্জামান, রাজশাহী ইইডি এর সভাপতি উজ্জল কুমার ও আইডিইবি এর কাউন্সিলর আজিজুল হকসহ অত্র কমিটির উপদেষ্টা, অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ চারটি দাবী তুুল ধরেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। চারটি দাবী হলো- (১) একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে হ্রাস করে তিন বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে।

আরবিসি/১৫ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category