• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ প্রথম

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : খুলনা-৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ইলিশ উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রফতানি করেছে দেশ। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, চাষের মাধ্যমে মাছগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের পরিচালক হাবিবুর রহমান, খুলনা মৎস্য অধিদফতরের উপপরিচালক আবু ছাইদ, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার।

মতবিনিময় সভায় খুলনা জেলার নয়টি উপজেলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও ক্ষেত্র সহকারীরা অংশগ্রহণ করেন।

আরবিসি/১৫ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category