স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এখন ভর্তি আছেন তিনজন ডেঙ্গু রোগী। এর মধ্যে একজন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। অন্য দুজন আছেন সাধারণ ওয়ার্ডে। গত ২ আগস্ট উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই হাসপাতালে প্রথম একজন ডেঙ্গু রোগী ভর্তি হন।
এরপর সোমবার পর্যন্ত ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালটিতে এখন ভর্তি আছেন তিনজন। এ বছর ডেঙ্গুতে এখনও কোন রোগীর মৃত্যু হয়নি এখানে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন তিন রোগীর মধ্যে ৬০ বছরের এক বৃদ্ধ আইসিইউতে আছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা। এ ছাড়া রাজশাহীর রাজপাড়া থানা এলাকার ২৮ বছরের এক ব্যক্তি ৪২ নম্বর ওয়ার্ডে এবং নাটোরের লালপুরের ২৪ বছরের এক যুবক ৫৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ দুই রোগী ঢাকা থেকে এসেছেন। তাঁরা মোটামুটি ভালই আছেন। তবে আইসিইউতে থাকা রোগীর অবস্থা খুব ভাল নয়। তাঁর কোন ট্রাভেল হিস্টরিও নেই। চুয়াডাঙ্গায় তিনি আক্রান্ত হয়েছেন। পরিচালক জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালে কোন সমস্যা নেই। সব ব্যবস্থায় আছে।
আরবিসি/১৪ সেপ্টেম্বর/ রোজি