স্টাফ রিপোর্টার : রাজমাহীর বাগমারার বিদায়ী ইউএনও শরিফ আহম্মেদকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। উপজেলা পরিষদ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তাকে বিদায়ী সংবর্ধনা জানায়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে এক সংবর্ধনার আলেয়াজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও শরিফ আহম্মেদ, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দিন, আব্দুল হাকিম, আসলাম আলী আসকান, আব্দুল জব্বার, মকবুল হোসেন মৃধা, বিজন কুমার সরকার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন সরকার, সরদার জান মোহাম্মদ, মাহমুদুর রহমান মিলন, মনিরুজ্জমান রঞ্জু, আব্দুল মতিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল করিম, পিআইও মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, বিএমডিএ’র সহকারি প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মাদ আলী, ওসি(এলএসডি) আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন। এর আগে সোমবার সন্ধ্যায় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ মিলনায়তনে বিদায়ী ইউএনও শরিফ আহম্মেদকে সংবর্ধনা জানানো হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ স্থানীয় ছাত্রলীগে নেতা রবিউল, নাহিদ, সান্টু, আকাশ প্রমূখ।
আরবিসি/১৪ সেপ্টেম্বর/ রোজি