• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাজশাহীর তামান্নার ভ্রমন রিমান্ড শেষে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত কারাগারে রাজশাহীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাই শারদীয় দুর্গাপূজা উদযাপনে রাসিকের মতবিনিময় সভা রাজশাহীতে ‘মার্সেল হা-শো’র অডিশন বুধবার মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রাজশাহীতে পদ্মা ও বড়ালসহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি

তানোরে সোয়া কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় হেলাল উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দেবীপুর মোড় থেকে তাকে আটক করে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল।

হেলাল উদ্দিন বাগমারা উপজেলার বাগমারা মাড়িয়া এলাকার শামসুল আলমের ছেলে। তার বিরুদ্ধে রাতে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, দেবীপুর মোড়ে হেরোইন বিক্রির উদ্দেশ্যে ওই যুবক অপেক্ষা করছিলেন। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করেন। তার আগেই তাকে ধরে ফেলে র‌্যাব। পরে তার কাছে ছয়টি প্যাকেটে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আর আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

র‌্যাবের মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন, অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে তানোরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে এ ব্যবসায়ে যুক্ত ছিলেন। পরে তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা করা হয়েছে।

আরবিসি/১০ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category