• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

বাংলাদেশের সিরিজ জয় নাকি নিউজিল্যান্ডের সমতা ?

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচ হেরে যাওয়াতে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে সফরকারীদের। বুধবার জিতলে সমতায় ফিরবে কিউইরা। তার পরেও পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এমন অবস্থায় চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ সিরিজ জিতবে নাকি অপেক্ষা বাড়বে- সেটি জানা যাবে আজ। বুধবার বেলা ৪টায় ম্যাচটি শুরু হবে। দেখাবে গাজী টেলিভিশন, বিটিভ ও টি-স্পোর্টস।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ সিরিজ জিতেছে আটটি। প্রতিপক্ষের সেই তালিকায় আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার মতো দল। কিছুদিন আগে অস্ট্রেলিয়াকেও ৪-১ ব্যবধানে হারিয়েছে। এবার সুযোগ নিউজিল্যান্ডকে হারানোর। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে। প্রত্যাশা ছিল তৃতীয় ম্যাচেই নিশ্চিত হবে সিরিজ। কিন্তু টম ল্যাথামের দল চমকে দিয়ে বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছে।

কিন্তু আগের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর সবার মনেই প্রশ্ন, আজকে পারবে তো বাংলাদেশ? নাকি সফরকারীরাই সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে। কেননা কন্ডিশন সম্পর্কে কিউইরা যে যথেষ্ট ধারনা পেয়ে গেছে, শেষ দুটি ম্যাচেই তা স্পষ্ট হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে ভাগ্য সহায় ছিল না বলে সফরকারীরা পারেনি। কিন্তু তৃতীয় ম্যাচ জিতেছে নিজেদের পেশাদারিত্ব ও হোম ওয়ার্কের কারণেই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই কন্ডিশনে আরও পরিপক্ক হয়ে উঠছে কিউই ক্রিকেটাররা। যা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠছে।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোমবার দুই দলই বিশ্রামে কাটিয়েছে। মঙ্গলবার অবশ্য অনুশীলন করে কাটিয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলনে ছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ মাঠে নেমেছে দুপুরের পর। আজ (বুধবার) সিরিজ জিততে হলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হবে।

সে কারণেই ব্যাটিংয়ে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিশেষ করে ওপেনারদের নিয়ে বাড়তি কাজ করতে দেখা গেছে। অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিক ওপেনিং ব্যর্থতা এই সিরিজেও অব্যাহত রয়েছে। আজকের ম্যাচে হয়তো ওপেনিংয়ে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলন দেখে তেমন ধারণাই পাওয়া গেছে। ইনডোরে দুই পাশের দুই নেটে ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। তবে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সৌম্যকে নিয়ে আলাদা কাজ করেছেন বেশ কিছুক্ষণ। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৩ ম্যাচে নাঈম খেললেও সৌম্য ছিলেন ড্রেসিংরুমে। হয়তো চতুর্থ ম্যাচে সৌম্যকে একাদশে দেখার জোর সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ হেরে হুঙ্কার দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। বিষয়টি খুব ভালো করেই জানে নিউজিল্যান্ড। সে কারণেই সফরকারীদের কোচ গ্লেন পকন্যাল জানিয়ে দিয়েছেন, লড়াইয়ে তারা একটুও পিছপা হবে না, ‘নিজেদের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। শুধু আমাদের বিপক্ষেই নয়, সব দলের বিপক্ষে তাদের রেকর্ড দুর্দান্ত। ৭৬ রানে অলআউট হয়ে হারের পর তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাব আমরা আগুন দিয়েই দিবো। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

আরবিসি/০৮ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category