আরবিসি ডেস্ক : পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেছেন, আমরা এখনো বিশ্বাস করি আফগানিস্তানে আরও হামলার আশঙ্কা আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, আসলে আমি নির্দিষ্ট করে এটিকে বিশ্বাসযোগ্য হুমকি বলতে চাই। পেন্টাগনের ব্রিফিং রুমে ফিরে জন কার্বি গতকালের হামলা কীভাবে ঘটেছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি স্বীকার করেছেন, মার্কিন প্রচেষ্টা ‘ব্যর্থ হয়েছে’। তবে এটাও বলেছেন, মার্কিন সেনাবাহিনী আরও আক্রমণ মোকাবিলায় প্রস্তুত।
এর আগে, ব্রিফিংয়ে কার্বি বলেন, আমেরিকা ৩১ আগস্ট সেনা প্রত্যাহারের সময়সীমাকে সম্মান জানানোর পরিকল্পনা করেছে।
মার্কিন সামরিক বাহিনী আফগান ছাড়ার পর যুক্তরাষ্ট্র ফ্লাইটের সুবিধার্থে অন্য উপায় খুঁজবে। তিনি বলেন, এরসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত নয়।
আরবিসি/২৮ আগস্ট/ রোজি