আরবিসি ডেস্ক : অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে পর্তুগিজ তারকা রোনালদোকে স্বাগতম জানাল ম্যানচেস্টার ইউনাইটেড।
এর আগে আজ শুক্রবার সারাদিন রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া নিয়ে জোর গুঞ্জন চললেও শেষ মুহূর্তে আসরে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। দেন-দরবার শেষে সাবেক ক্লাবেই প্রত্যাবর্তন ঘটলো রোনালদোর।
তার মেডিক্যাল হবে পর্তুগালের রাজধানী লিসবনে।
আজ সংবাদ সম্মেলনে রেড ডেভিল কোচ ওলে গুনার সুলশার জুভেন্টাস এ ফরোয়ার্ডকে নিজ দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এরপর একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, নিজেদের সাবেক তারকাকে পেতে এরইমধ্যে ২৪ মিলিয়ন পাউন্ড বা ২৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা। শেষ পর্যন্ত সেই দাবিই সত্য প্রমাণিত হলো। যদিও এর আগে তাকে পেতে লড়াইয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষ পর্যন্ত আর আগ্রহ ধরে রাখেনি সিটিজেনরা।
ইউনাইটডের জার্সিতে নিজের প্রথম মেয়াদে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো। জিতেছিলেন ৯টি শিরোপা। এবার কি তিনি দ্বিতীয়বার একই কীর্তি গড়তে পারবেন?
আরবিসি/২৭ আগস্ট/ রোজি