আরবিসি ডেস্ক : তালেবান এবার আফগানিস্তানে সব দলের সম্মতিক্রমে অন্তর্র্বতীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে বলে জানা গেছে। আল জাজিরা এক প্রতিবেদনে সংগঠনটির সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
বলা হয়েছে, ডজনখানেক নাম আলোচনায় উঠে এসেছে কারা পাচ্ছেন নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে এ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন হতে পারে- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। তালেবানের শাসনে নিজেদের জীবন হুমকির মুখে পড়তে পারে বলে বহু আফগান নাগরিক ইতোমধ্যে দেশ ছেড়েছেন। এর মধ্যে গতকাল কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
আরবিসি/২৭ আগস্ট/ রোজি