• রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

বিশ্বে করোনায় পৌনে ৪৫ লাখ মানুষের মৃত্যু

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আরবিসি ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত পৌনে ৪৫ লাখ মানুষ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৭৫ হাজার ৬৯৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৪৪৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৬০৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৭৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৫৫৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৫৪ হাজার ৭১১ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৯ হাজার ৬৮০ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৬৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৩৯৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৬২৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরবিসি/২৬ আগস্ট/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category