• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

রাজশাহীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার অংশগ্রহণে বিভাগীয় প্রশাসন, বালক ও বালিকা পর্যায়ের টুর্নামেন্ট দুটি আয়োজন করছে। একই মাঠে আগামী ২৮ আগস্ট টুর্নামেন্ট দুটির চূড়ান্ত ইভেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে জেলা প্রশাসক আব্দুল জলিল, বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহ্ফুজুল আলম লোটন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরবিসি/২৪ আাগস্ট/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category