রংপুর প্রতিনিধি : রংপুরে অনুমোদনহীন নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যালসে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওষুধ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল ধ্বংস করে ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর হারাগাছ বাহারকাছনা মাস্টারপাড়ায় নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যাল (আয়ুঃ) ফ্যাক্টরিতে যৌথ অভিযান পরিচালনা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাহাত বিন কুতুব।
অনুমোদনের কোন কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিক মোঃ ওয়ালি উল্ল্যাহকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন এবং লাইসেন্স না করা পর্যন্ত উক্ত ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।
আরবিসি/২৪ আগস্ট/ রোজি