আরবিসি ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসিতে করোনার (কোভিড-১৯) টিকা দেওয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ। তার নাম বিজয় কৃষ্ণ তালুকদার। তিনি ওই ফার্মেসির মালিক।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তখন তার ফার্মেসি থেকে মডার্না টিকার দুটি অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন। তিনি বলেন, ওই ফার্মেসি মালিক কীভাবে মডার্নার এসব টিকা পেলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনার টিকা দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। এ ছাড়া ফার্মেসিটি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছে।
ফার্মেসি মালিক বিজয় ৫০০ টাকার বিনিময়ে এক ডোজ টিকা দিচ্ছিলেন বলেও জানা গেছে।
আরবিসি/১৯ আগস্ট/ রোজি