• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে পবিত্র আশুরায় আতশবাজি, পটকা নিষিদ্ধ

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : পবিত্র আশুরায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (১) (ক) ও ২৯ (১) (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে শুক্রবার মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি সীমিত আকারে প্রতিপালনে আরএমপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আরবিসি/১৯ আগস্ট/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category