আরবিসি ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে সারাবিশ্বে মৃত্যু ও সংক্রমণও বাড়ছে। বিভিন্ন দেশে আবারও গত ২৪ ঘণ্টায় (বুধবার) ১০ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু প্রায় ৪২ লাখ ৬৯ হাজার।
এই সময়ে নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ৬ লাখ ৭১ হাজারের ওপর। এতে বিশ্বজুড়ে ২০ কোটি ৯ লাখ ছাড়িয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা।
দৈনিক মৃত্যুতে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ৭৪৭ জনের। ৩৫ হাজার ৮শ’র বেশি মানুষের দেহে মিলেছে এই ভাইরাস। ১ হাজার ১১৮ জনের মৃত্যু আর ৪০ হাজারের বেশি সংক্রমিত ধরা পড়েছে ব্রাজিলে। রাশিয়ায় মারা গেছে প্রায় ৮শ’ জন।
আমেরিকা আরও বেড়েছে করোনার প্রকোপ। বুধবার ৬২৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখের ওপর। এদিন ভারতে মৃত্যু হয়েছে ৫৩২ জনের। ৪৩ হাজারের কাছাকাছি আক্রান্ত শনাক্ত হয়েছে।
আরবিসি/০৫ আগস্ট/ রোজি