• মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
এবার হইচইয়ের অভিযোগে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে শোকজ রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণ রাজশাহীতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের রোষানলে পুলিশ আরএমপির অভিযানে দুই ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ১২ রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : রাজশাহীতেভোক্তার ডিজি রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ‘অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ মেনে নেবে না’-রাজশাহীতে রুহুল কবির রিজভী রাজশাহীর প্রথম নারী এসপি ফারজানা ইসলাম থার্টি ফার্স্টে নাইটে আতশবাজি শাস্তিযোগ্য অপরাধ, বিরত থাকার অনুরোধ

বিয়েবাড়িতে এখন শোক আর আহাজারি

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

আরবিসি ডেস্ক : আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে নতুন বউকে বাড়িতে আনতে যাচ্ছিলেন মিজানুর রহমান। তবে মুহূর্তেই বিয়ের সব আয়োজন বদলে গেছে বিষাদে। বজ্রপাতে মারা গেছেন বাবা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, নৌকার মাঝিসহ ১৭ জন। বিয়েবাড়িতে এখন শুধু কান্না আর আহাজারি। কার কান্না কে দেখবে, কে কাকে সান্ত্বনা দেবে।

মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোসূর্য নারায়ণপুর গ্রামের পাথুর ছেলে। বুধবার (০৪ আগস্ট) পার্শ্ববর্তী পাঁকা ইউনিয়নের নতুন বউকে বাড়িতে আনার দিন ঠিক ছিল তার। বর মিজানুর রহমানকে নিয়ে আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা বেলা ১১টার দিকে রওনা দেন সেই উদ্দেশ্যে কনের বাড়ির দিকে। নৌকাযোগে নারায়ণপুর ইউনিয়নের আলীমনগর ঘাট থেকে পাঁকা ইউনিয়নের তেলেখালী দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে পৌঁছানোর পর দুপুর ১২টার দিকে বজ্রপাতে মৃত্যু হয় ১৭ জনের।

 

তবে স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, সদর উপজেলার নারায়ণপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাতে ২০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিলেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিন শরীফ জানান, মিজানুর রহমানের বউ তুলে নেওয়ার দিন ছিল আজ। আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যরা বেলা ১১টার দিকে পদ্মা নদীতে নৌকাযোগে রওনা হন কনের বাড়ির উদ্দেশ্যে। নৌকাটি পাঁকা ইউনিয়নের তেলেখালী ঘাটে পৌঁছালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বর মিজানুর রহমান বেঁচে ফিরলেও তার বাবা পাথু মারা গেছেন। আত্মীয় -স্বজনরাও অনেকে মারা গেছেন।

তিনি আরও জানান, গ্রামজুড়ে এখন কান্নার রোল পড়েছে। হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে। যে শুনছে সেই ছুটে আসছে এদিকে। আমি বাড়ি বাড়ি গিয়ে মৃতদের নাম ঠিকানা জোগাড় করছি। তবে মানুষের এত চাপ যে এই মুহূর্তে মৃতদের নাম ঠিকানা একত্রিত করারও সম্ভব হচ্ছে না।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন জানান, দক্ষিণপাঁকা তেররশি গ্রামে বিয়ের আয়োজন ছিল। বরের বাড়ি নারায়ণপুর ইউনিয়নে, আর কনের বাড়ি আমার ইউনিয়নে। বরযাত্রী নিয়ে লোকজন দক্ষিণ পাঁকা খেয়াঘাটে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়। তখন তারা ঘাটের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত আঘাত হানে ওই ঘরের ওপর। ঘটনাস্থলেই ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ১৬ জন নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা বরযাত্রী ছিলেন। রফিকুল ইসলাম নামে একজন মারা গেছেন পাঁকা ইউনিয়নের। তিনি মাঝি ছিলেন।

মৃতদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। এরা হলেন- জমিলা বেগম (৫৮), তবজুল (৭০), সাদল (৩৫), রফিকুল (৬০), লেচন (৫০), সজীব (২২), টকি বেগম (৩০), আলম (৪৫), পাজু (৪০), সহবুল (৩০), বেলি বেগম (৩২), বাবুল (২৬), মৌসুমী (২৫), টিপু সুলতান (৪৫), বাবু (২০) ও আশিকুল ইসলাম (২৪)। তারা সকলেই নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। রফিকুল পাঁকা ইউনিয়নের বাসিন্দা। তিনি মাঝি ছিলেন।

আরবিসি /০৪ আগস্ট/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category