• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

বজ্রপাতে একসঙ্গে ১৭ জনের মৃত্যুতে শোকের মাতম

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাযোগে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে মপলহপয়মড় ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে নদীর ধারে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন অনেকেই। নিহত ও আহতরা একটি ইঞ্জিন চালিত নৌকায় যাওয়ার পথে ঘাটে নেমে একটি কুড়েঘরে আশ্রয় নেয়ার পর প্রবল বর্ষণের সঙ্গে বজ্রপাত হলে তারা নিহত হয়।

এঘটনায় আহতদের শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানতে সুর্যনারায়নপুরে গিয়েছেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব শিবগঞ্জ থানা পুলিশের দল বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী জানান, ১৭ জন মারা গেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

নিহতরা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ঘাটাপাড়ার সাত্তার আলীর ছেলে সহবুল (৩০), চর সূর্যনারায়নপুর গ্রামের টিপুর স্ত্রী বেলী বেগম (৩২), মহরাজনগর ডানপাড়ার জামালের ছেলে লেচন (৫০), রফিকুল ইসলামের ছেলে বাবলু (২৬), একই গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে তবজুল (৭০), তবজুলের স্ত্রী জমিলা (৫৮), ছেলে সাদল (৩৫), তেররশিয়া দক্ষিণপাড়ার মৃত মহবুলের ছেলে রফিকুল (৬০), সূর্যনারায়নপুরের ধুনু মিয়ার ছেলে সজিব (২২), একই গ্রামের সাহালালের স্ত্রী মৌসুমী (২৫), বাবুডাইংয়ের মকবুলের ছেলে টিপু (৪৫), কালুর ছেলে আলম (৪০), মোস্তফার ছেলে পাতু (৪০), সুন্দরপুরের সেরাজুলের ছেলে আতিকুল ইসলাম ডাকু (২৪), ফাটাপাড়ার সাদিকুলের স্ত্রী টকি বেগম (৩০)।

উপজেলার পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক জানান, কয়েকদিন আগে বিয়ে হয় পাঁকা ইউনিয়নের মৃত সুলতান আলীর ছেলে হোসেন আলীর মেয়ের। বুধবার দুপুরে বরপক্ষের লোকজন একটি নৌকায় করে বৌভাতে আসছিলেন সোহেন আলীর বাড়ি। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে পদ্মা নদীর দক্ষিন পাঁকা ঘাটের একটি ছাউনিতে আশ্রয় নেয় বৌভাতে আসা লোকজন এবং স্থানীয় পাঁকা গ্রামের সহবুলের ছেলে রফিকুল ইসলাম (৫৫)। এসময় বজ্রপাত হলে রফিকুলসহ বর পক্ষের ১৬ জনসহ মোট ১৭ জন মারা যায় ঘটনাস্থলেই। ৩/৪জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে কয়েকজন শিশু ছিলো সেখানে।
ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উপ-পরিচালক সাবের আলী জানান, নিহত ও আহতদের পদ্মা নদী পেরিয়ে নৌকায় করে সদর উপজেলার আলিমনগরের ঘাটে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার-আরএমও ডা. কামরুন নাহার নাসু বলেন, বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালে ১২ জন নিহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় আরও ৯ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এলাকাবাসী জানায় তাদের বিয়ে হয়েছে কয়েকদিন আগে। বুধবার ছিলো বৌভাতের অনুষ্ঠান। আকাশ মেঘলা থাকলেও এদিন সকাল থেকেই মনোরম পরিবেশ ছিলো উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জের। সে গ্রামের যোগাযোগ বলতে পদ্মা নদীতে নৌকায়।
সকালে ৫৫ জন যাত্রী নিয়ে নারায়নপুর ঘাট থেকে নৌকায় রওনা দেয় নৌকা। নৌকাটি ঘাটের অদুরে থাকতেই শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। বৃষ্টির কবল থেকে নিজেদের বঁচাতে ছাতা ফুটিয়েছেন যাত্রীরা। দুই এজন করে পাড়েও নেমেছেন। কেউ একটি ছাউনিতে আশ্রয় নিয়েছেন এসময় আকাশ ভেঙ্গে বিকট শব্দে বজ্রপাত। এতেই সবকিছু শেষ। প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে এসসঙ্গে এ হতাহতের ঘটনা ঘটে।

আরবিসি/০৪ আগস্ট/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category