আরবিসি ডেস্ক : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন ও সুস্থ হয়েছেন ১৬৫ জন।
মঙ্গলবার (০৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদরের শামীম আরা (৬০) ও দুপচাঁচিয়ার শ্রী মুক্তা (১৭) এবং নিজ বাড়িতে সারিয়াকান্দির মওদুদ আহমেদ (৭০) মারা গেছেন।
এ ছাড়া জেলার বাইরের চারজন চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন। জেলার তিন হাসপাতালে উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন।
ডা. তুহিন জানান, বগুড়ায় সংক্রমণ কমেছে এবং সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৯ নমুনায় নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৩২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১০ নমুনায় তিনজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭৪ নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩ নমুনায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।
ডা. তুহিন আরও জানান, একই সময়ে করোনা থেকে ১৬৫ জন সুস্থতা লাভ করেছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ২০১জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ২১৯ জন। জেলায় নতুুুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জন। এ ছাড়া জেলায় বর্তমানে করোনায় ১ হাজার ৩৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
আরবিসি/০৩ আগস্ট/ রোজি