আরবিসি ডেস্ক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে বৃহস্পতিবার রাতে আটক করেছে র্যাব। রাত ৮টার পর গুলশানের দুই নম্বরে অবস্থিত তার বাসভবনে অভিযান শুরু করে র্যাব। এসময় হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও হরিণের চামড়া পাওয়া যায়।
হেলেনা জাহাঙ্গীরের বাসায় র্যাব প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। পরে রাত ১২টার পর তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে র্যাবের সদর দপ্তরে হয়।
র্যাব সূত্র জানায়, তার বাসা থেকে বিদেশি মদ, হরিণের চামড়া, বেশ কিছু ছুরি, বিদেশি মুদ্রা, ক্যাসিনো খেলার সরঞ্জাম ইত্যাদি জব্দ করা হয়েছে। তবে তাকে আটকের কোনো সুস্পষ্ট কারণ এখনও জানায়নি র্যাব। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, বেপরোয়া আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে গত ২৫ জুলাই হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়।
আরবিসি/৩০ জুলাই/ রোজি