আরবিসি ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। বিভিন্ন দেশে এই ভাইরাসের ছোবলে টানা দ্বিতীয় দিনের মতো ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) এই ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১০ হাজারের বেশি মানুষের প্রাণ। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু প্রায় ৪২ লাখ ১৩ হাজার।
দৈনিক প্রাণহানির শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার দেশটিতে ১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৪৩ হাজার।
এছাড়া ব্রাজিলে মারা গেছে ১ হাজার ৩৫৪ জন। ৪২ হাজারের কাছাকাছি সংখ্যক মানুষের শরীরে মিলেছে ভাইরাস।
আর রাশিয়ায় মৃত্যু হয়েছে প্রায় ৮শ’ জনের । ভারতে দৈনিক প্রাণহানি সাড়ে ৫শ’। ৪৪ হাজার ৬শ’র বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাতেও মৃত্যু হয়েছে ৫ শতাধিক মানুষের।
আরবিসি/৩০ জুন/ রোজি