• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

বিয়ে বাড়ি থেকে বরকে নিয়ে পালাল ঘোড়া, অতঃপর…

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক : ঘোড়ায় চেপে বর এসেছিলেন কনের বাড়ি। স্বাগত জানাতে কনেপক্ষ বাজি ফাটাতেই বাধল বিপদ! বাজির আওয়াজে ভয় পেয়ে বরকে পিঠে নিয়েই দিগ্বিদিক ভুলে দৌড় লাগাল ঘোড়া। বরকে ধরতে পেছন পেছন ছুটল পাত্র-পাত্রী দুই পক্ষই। এমন ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ভারতের রাজস্থানের রামপুরা গ্রামে বিয়ে বাড়িতে এই ঘটনা ঘটেছে। বরযাত্রীদের নিয়ে ঘোড়ায় চেপে বিয়ের আসরে এসেছিলেন বর। বরযাত্রীকে অভ্যর্থনা জানানোর ঢালাও বন্দোবস্ত ছিল কনে পক্ষেরও। বর আসতেই বাজি-পটকা ফাটাতে শুরু করে তারা। তাতেই ভয় পেয়ে যায় বরের ‘বাহন’। কনের বাড়ির সামনে থেকেই দৌড় চলে যায় ঘোড়াটি। পিঠে বরকে নিয়েই।
ভিডিও দেখা যাচ্ছে, ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করছেন বর। তবে শেষপর্যন্ত ব্যর্থ হন। বরকে বাঁচাতে ঘোড়ার পেছনে ছোটেন বরযাত্রীরা। গাড়ি এবং বাইকে চেপে পিছু ধাওয়া করেন কনের আত্মীয়রাও। শেষে চার কিলেমিটার প্রাণপণ দৌড়ে থামে ঘোড়াটি। শেষ পর্যন্ত অবশ্য বরকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়। তাকে সুরক্ষিত ভাবেই নিয়ে আসা হয় বিয়ের আসরে।

আরবিসি/২৭ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category