আরবিসি ডেস্ক : ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে, এ ক্ষেত্রে ৫০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘লকডাউন ৫ আগস্ট পর্যন্তই চলবে। এ সময়ে শিল্প কারখানা খোলা থাকবে না। শিল্পপতিরা লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন, আমরা সে দাবি রাখতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘লকডাউন দিয়ে সংক্রমণ বন্ধ হবে না, সবাইকে মাস্ক পরতেই হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এখন সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছে দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও সংক্রমণ-মৃত্যু কোনোটিই কমছে না। এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সভা করেন সরকারের শীর্ষ কর্মকর্তারা।
আরবিসি/২৭ জুলাই/ রোজি