আরবিসি ডেস্ক : বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটছে নানা অদ্ভুত ঘটনা। তেমনিই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে ভারতের বিহারে। প্রতিবেশীর একটি ছাগলকে কোনো অপরাধ ছাড়াই পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আনন্দবাজার পত্রিকার ভাষ্য, পোষ্য স্ত্রী ছাগলের কাছে যাওয়ার ‘অপরাধে’ ওই পুরুষ ছাগলকে পিটিয়ে হত্যা করেছেন সেই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বিহারের কাইমুরের চৌরাসিয়া গ্রামে। রাধা দেবীর অভিযোগ, তার পোষ্য পুরুষ ছাগল পড়শি সিপু রাম নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকেছিল। সিপুর একটি পোষ্য স্ত্রী ছাগল রয়েছে। তার কাছে যাওয়ায় সিপু লাঠি দিয়ে তার পুরুষ ছাগলকে মারেন। রাধা বলেন, ‘‘আমি ক্ষেতে কাজ করছিলাম। আমাকে এসে একজন এই ঘটনার কথা বলে। আমি দৌড়ে গিয়ে দেখি সিপুর বাড়ির উঠোনে আমার ছাগল পড়ে রয়েছে। পাশে সিপু লাঠি হাতে দাঁড়িয়ে ছিল। সিপু আমাকেও ভয় দেখায়।’’
এই ঘটনার পরেই গ্রামের এক পুলিশকর্মী রাধাকে থানায় অভিযোগ জানাতে বলেন। তখনই মোহনিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রাধা বলেন, ‘‘আমি চাই পশু হত্যার মতো জঘন্য অপরাধ করার জন্য সিপুর কঠিন শাস্তি হোক। আমি পুরো ঘটনা পুলিশকে জানিয়েছি।’
এই প্রসঙ্গে মোহনিয়া থানার এক কর্মকর্তা জানিয়েছেন, পশুকে পিটিয়ে মেরে ফেলার একটি অভিযোগ দায়ের হয়েছে। মৃত ছাগলটি ভেটেরনারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ভেটেরনারি হাসপাতালের চিকিৎসক রবি শঙ্কর বলেন, ‘ময়নাতদন্ত হয়েছে। তিন-চার দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে।’
আরবিসি/২০ জুলাই/ রোজি