• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আরএমপির বিশেষ নির্দেশনা

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে বিশেষ নির্দেশনা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। জনসচেতনতায় সোমবার গণবিজ্ঞপ্তিও জারি করেছে নগর পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মোহাম্মদ গোলাম রুহুল কুদ্দুস এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে ধর্ম বিষয়ক মন্ত্রণায়ের পত্রের মর্মানুযায়ী এ বছর পবিত্র ইদ-উল-আজহা নামাজের জামায়াত স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মসজিদ, ইদগাহ বা খোলা জায়গায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে ঈদের নামাজের আগে নামাজের স্থান জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করা, মসজিদ/ইদগাহে স্যানিটাইজারের ব্যবস্থা করা, মুসল্লিদের বাড়ি থেকে ওজু করে এবং মাস্ক পড়ে আসা, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও এক কাতার অন্তর দাঁড়ানো, করোনার কারণে ঈদের জামাত শেষে পরস্পর কোলাকুলি ও হাত মেলানো সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।

পবিত্র ইদ-উল-আজহা উদযাপন উপলক্ষে ইদের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় আতশবাজী, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি/ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন ও জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারি বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নির্দেশনায় গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার আগে বাসাবাড়ি সঠিকভাবে তালাবদ্ধ করে ও ফাঁকা বাড়িতে চুরি রোধে পাশাপাশি ভবনের বাসিন্দাদের সর্তক থাকার আহবান জানানো হয়েছে।

আরবিসি/১৯ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category