স্টাফ রিপোর্টার : চার বছরের দায়িত্ব শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার। শুক্রবার তার শেষ কর্মদিবস ছিল। গত ৬মে সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান মেয়াদ পূর্ণর পর থেকে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা রুটিন ভিসির দায়িত্ব পালন করছিলেন। তার বিদায়ের মধ্য দিয়ে উপাচার্য পদ ফাঁকা হলো। এখন ভিসিশূণ্য অবস্থায় রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এতদিন রুটিন ভিসির দায়িত্বে ছিলেন। তিনি উপ-উপাচার্যের মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছেন। তার বিদায়ের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান জানান, অধ্যাপক আনন্দ কুমার সাহা তার নিজ বিভাগে (প্রাণীবিজ্ঞান বিভাগ) শিক্ষক হিসেবে যোগদান করবেন। ২০১৭ সালের ১৭ জুলাই চার বছর মেয়াদে উপ-উপাচার্য পদে অধ্যাপক আনন্দ কুমার সাহাকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।
আরবিসি/১৭ জুলাই/ রোজি