স্টাফ রিপোর্টার : মহামারী করোনাকালে কর্মহীন হয়ে পড়া নগরীর প্রায় দেড়শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। প্রতি পরিবারে ৫ কেজি করে চাল ছাড়াও আলু, ডাল, তেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দুপুরে রাজশাহীস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামণিক দেবু, এডভোকেট এন্তাজুল হক বাবু, সাংবাদিক মামুন-অর-রশিদ, উপদেষ্টা প্রকৌশলী খাজা তারেক, নারী নেত্রী ডা. সেলিনা বেগম, ডা. আল আমিন, কেএম জোবায়েদ হোসেন জিতু ও চায়না বেগম উপস্থিত ছিলেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, করোনা মহামারিকালে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে অতিতেও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ছিলো। এখনো আছে। তারা সব সময় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় দেড়শ কর্মহীন পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এর আগে গত বছরের মে মাসে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও অন্যান্য অনুদান প্রদান করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের তহবিলেও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে বলে জানান জামাত খান।
আরবিসি/১৭ জুলাই/ রোজি