আরবিসি ডেস্ক : বিয়ের সঙ্গে খাবারের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমন্ত্রিত অতিথিদের খাওয়ানোটা সামাজিক প্রথা। বিয়ে বাড়িতে সকল অতিথিকেই সাধ্য অনুযায়ী সমান খাবার পরিবেশন করা হয়ে থাকে। কিন্তু উপহারের উপর নির্ভর করে খাবার খেতে পারবেন, এমন কথা কখনো শুনেছেন? সম্প্রতি এরকম এক ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি এক যুগল নিজেদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচিত মানুষদের। কিন্তু সেই বিয়েতে উপস্থিত থাকলেও সকলেই সমান খাবার খেতে পারবেন না। বিয়েতে যে যেমন মূল্যের উপহার দিতে পারবেন, সেই উপহারের মূল্যের উপর নির্ভর করবে খাবারের বিভিন্ন পদ।
সে জন্য বিয়ের নিমন্ত্রণ পত্রের সঙ্গে ওই যুগল একটি ফর্ম পাঠিয়েছেন। সেই ফর্মে লেখা আছে, কত টাকার উপহার দিলে বিয়ের দিন কী কী পদ থাকবে মেনুতে। এমনকি সেই ফর্ম ভর্তি করে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়েছে।
রেডিটে এক ব্যক্তি এই ফর্মের ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই এই ফর্ম ঘিরে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা। কেউ কেউ লিখেছেন, ‘এই বিয়েতে উপহার দেওয়ার থেকে ওই টাকায় নিজে খাবার কিনে খেয়ে নেওয়া ভাল।’
আরবিসি/১৭ জুলাই/ রোজি