• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

তাদের মধ্যে করোনায় ১০ জন এবং ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৮৫ জন। এর মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২২১ জন। এবং ৬৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ৯৯৪ নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জনে। শনাক্ত ২৭৩ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৯৩ জনে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৫৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৭৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১১০ জন, দৌলতপুরের ৪৫ জন, কুমারখালীর ৩৪ জন, ভেড়ামারার ১৯ জন, মিরপুরের ৩৩ জন ও খোকসার ৩২ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৭৫ হাজার ৮৮৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭২ হাজার ২৬১ জনের।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০১ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৬৪৪ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজনের দ্বারা অনেক লোক আক্রান্ত হতে পারেন।

আরবিসি/১৫ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category