আরবিসি ডেস্ক : প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর পৌনে ৫টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বলাকা কমিউটার ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। আর ভোর ৫টায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এছাড়াও চলাচল করবে হাজার ১৯ জোড়া লোকাল ট্রেন। ঈদুল আজহার দিন ২১ জুলাই কোনো ট্রেন চলাচল করবে না।
কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. মাসুদ সরোয়ার জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর থেকে থেকে সময়সূচি অনুযায়ী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলো ছাড়ছে। প্রথমে ময়মনসিংহের উদ্দেশে বলাকা কমিউটার ছেড়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যা অর্ধেক টিকিট অনলাইনে ইস্যু করার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ট্রেন চলাচল করবে। যাত্রীদেরকে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া ট্রেনে কোনো যাত্রীকে তোলা হবে না।
আরবিসি/১৫ জুলাই/ রোজি