• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

রাজশাহী বিভাগে সংক্রমণ ছাড়াল ৭০ হাজার

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক : রাজশাহী বিভাগের আট জেলায় প্রাণঘাতী করোনা সংক্রমণ ছাড়িয়ে গেছে ৭০ হাজার। একই সঙ্গে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার ১০০। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ১ হাজার ১৯৬ জনের।

একই দিনে বিভাগজুড়ে করোনায় প্রাণ গেছে ১২ জনের। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৭০ হাজার ২৫৭ জনে। আর প্রাণহানি দাঁড়াল ১ হাজার ১০৮ জনে।

এর আগে গত ১০ জুলাই বিভাগে করোনা সংক্রমণ ছাড়িয়ে যায় ৬৫ হাজার। এর আগের দিন ৯ জুলাই বিভাগে প্রাণহানি হাজার ছাড়িয়ে যায়।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত বছরের ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ১৪ দিনের মাথায় ২৬ এপ্রিল রাজশাহীতে করোনায় প্রথম প্রাণহানি ঘটে।

করোনা সংক্রমণের প্রায় তিন মাসে ২৯ জুন সংক্রমণ ৫ হাজারে পৌঁছায়। সংক্রমণ বাড়তে থাকায় একই বছরের ২০ জুলাই পৌঁছে যায় ১০ হাজারে।

সংক্রমণ ২০ হাজার পৌঁছাতে সময় লাগে প্রায় দুই মাস (৩০ সেপ্টেম্বর)। এরপর কিছুটা কমে সংক্রমণের মাত্রা। চলতি বছরের ২০ জানুয়ারি সংক্রমণ পৌঁছায় ২৫ হাজারে।

গত ঈদুল ফিতরের পর এই অঞ্চলে ফের বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরপর গত ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ১০ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ২৬ জুন ৫০, ৩০ জুন ৫৫ হাজার এবং ১০ জুলাই ৬৫ হাজার ছাড়িয়ে যায়।

সময় যতই গড়িয়েছে ধীরে ধীরে ততই ভয়ংকর হয়ে উঠেছে করোনা। বিভাগে প্রাণহানির সেঞ্চুরি পেরিয়েছে গত বছরের ৭ জুলাই। এরপর গত বছরের ২৯ আগস্ট প্রাণহানি আড়াই শ ছড়িয়ে যায়।

গত বছরের আগস্টের পর বিভাগে করোনার প্রকপ কিছুটা কম ছিল। প্রাণহানিও ঘটেছে কম। তবুও গত ১১ জুন প্রাণহানি ৫০০ ছাড়িয়ে যায়। এই অঞ্চলে মারাত্মক সংক্রামক করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে। এতেই তরতরিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

এদিকে, বুধবার (১৪ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ৯৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৩৭৬ জন পাবনা জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ২৭৭, বগুড়ায় ১৯২, সিরাজগঞ্জে ১৩৮, নাটোরে ১১০, চাঁপাইনবাবগঞ্জে ৪৮, নওগাঁয় ৩৮ এবং জয়পুরহাটে ২১ জনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে এক হাজার ১০৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। এর মধ্যে বগুড়ায় ৪, রাজশাহীতে ৩, নাটোরে ২, সিরাজগঞ্জে ২ এবং চাঁপাইনবাবগঞ্জে একজন প্রাণ হারিয়েছেন। এই দিন নওগাঁ, জয়পুরহাট এবং পাবনায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বগুড়ায় ৪৭৬, রাজশাহীতে ১৯৯, চাঁপাইনবাবগঞ্জে ১২৩, নওগাঁয় ১০৭, নাটোরে ৯০, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৩৭ এবং পাবনায় ৩০ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৮৪২ জন। এর মধ্যে এক দিনে সুস্থ হয়েছেন ৬০২। একই দিনে হাসপাতালে এসেছেন আরও ২১১ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ৪৪ জন।

আরবিসি/১৪ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category