আরবিসি ড্সেক : রাজশাহী বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের প্রাণ নিয়েছে করোনা। এই একদিনে আরও ১ হাজার ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে ৬৯ হাজার ৬২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৬ জন।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ২৩৬ জন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন করোনা রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ৮১২ জন।
অউঠঊজঞওঝঊগঊঘঞ
এর আগে গত ৬ জুলাই এক দিনে বিভাগে সর্বোচ্চ ২৪ জন করোনায় মারা যান। করোনা সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ ছাড়া ১২ জুলাই প্রাণ হারান ২৩ জন।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯৯ জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া পাবনার ১৮৬ জন, বগুড়ার ১৪৪ জন, নওগাঁর ১১৫ জন, সিরাজগঞ্জের ১০৯ জন, নাটারের ৯৪ জন, জয়পুরহাটের ৪৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ২২ জনের মধ্যে নাটোরের ৮ জন, নওগাঁর ৫ জন, বগুড়ার ৩ জন, রাজশাহীর ২ জন, জয়পুরহাটের ২ জন এবং সিরাজগঞ্জের একজন রয়েছেন। এই দিন চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বিভাগে যে এক হাজার ৯৬ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৪৭২ জনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ১৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২২ জন, নওগাঁর ১০৭ জন, নাটোরের ৮৮ জন, জয়পুরহাটের ৪৬ জন, সিরাজগঞ্জের ৩৫ জন এবং পাবনার ৩০ জন মারা গেছেন।
আরবিসি/১৩ জুলাই/ রোজি