আরবিসি ডেস্ক : খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় ইংল্যান্ডের লুক শ’র গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে অতীতেও বারবার মুশকিল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে ইতালি। ইউরো ফাইনালের মঞ্চেও সেই লড়াইয়েরই সাক্ষী থাকল ফুটবল। পেনাল্টিতে অবশেষে ম্যাচ জিতে নেয় ইতালি। ম্যাচের রাশ নিজেদের দখলে এনেই বাজিমাত তার দলের বলে মনে করেন ইতালি অধিনায়ক জর্জিও চিয়েলিনি।
প্রথমার্ধ শেষে বিরতিতে যাওয়ার পর ইতালি দলের পরিকল্পনা সম্পর্কে আইটিভি স্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিও চিয়েলিনি জানান, “ম্যাচ খুবই কঠিন ছিল। আমরা খুবই খারাপভাবে ম্যাচের শুরুটা করি। মাঠে সমর্থকদের উপস্থিতি ইংল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা জোগায়। তবে আমরা শান্ত ছিলাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। হাফ টাইমে আমরা নিজেদের মধ্যে আলোচনায় সুযোগ কাজে লাগানোর কথাই ঠিক করি। ম্যাচের রাশ নিজেদের দখলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
কিংবদন্তি ক্যানোভারোর ট্রফি হাতে (২০০৬ বিশ্বকাপ) ছবি দেখেই উদ্যমের সঞ্চার হয় বলে দাবি করেন চিয়েলিনি। “টুর্নামেন্টের শুরু থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। সেই আত্মবিশ্বাস দিন দিন আরও বৃদ্ধি পায়। ট্রফি হাতে ক্যানোভারোর ছবি সকলেই দেখেছি আমরা। ওই ছবিই আমাদের আরও উদ্বুদ্ধ করে,” জানান চিয়েলিনি।
আরবিসি/১২ জুলাই/ রোজি