• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

রাজশাহীতে পৌছেছে মর্ডানার ভ্যাকসিন

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এসে পৌছেছে মর্ডানার ১ হাজার ৮০০ ভায়াল ভ্যাকসিন। রবিবার বিকেলে এ ভ্যাকসিন এসে পৌচেছে বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার।

এই ভ্যকসিনগুলো শুধুমাত্র রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে। তবে ভ্যকসিন গ্রহণের ক্ষেত্রে সরকার নির্ধারিত সুরক্ষা ডট গভ ডট বিজি ওয়েব পেজে প্রত্যেকের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

রবিবার পাওয়া ১ হাজার ৮০০ ভায়াল ভ্যাকসিনে রয়েছে মোট ১৮ হাজার ডোজ। এদিকে রাজশাহী জেলার জন্য চীনের তৈরি সিনো ফার্মার ৩২ হাজার ডোজ ভ্যাকসিন এখনো শেষ হয়নি। সিনো ফার্মার অবশিষ্ট ভ্যকসিনগুলো এখন থেকে উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে।

রাসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আঞ্জুমান আরা বেগম জানান, স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মতো সুরক্ষা পেজে রেজিস্ট্রেশনকৃত নগরবাসীর মাঝে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। জানা মতে, মর্ডানার ভ্যাকসিনগুলো শুধুমাত্র রাসিক এলকায় দেয়া হবে। রামেক হাসপাতালে নগরবাসীর জন্য ভ্যাকসিন বুথ রয়েছে। সেখানে দক্ষ স্বাস্থ্যকর্মীদের দিয়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, রবিবার বিকেলে ঢাকা থেকে আসা ১ হাজার ৮০০ ভায়ালে ভ্যাকসিনগুলো রাজশাহীর ইপিআই সেন্টারে এসে পৌছালে তা সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতি ভায়ালে ১০ ডোজ করে রয়েছে। সেই হিসেবে মোট ১৮ হাজার ডোজ ভ্যকসিন এসেছে। এ ভ্যাকসিন থেকে ১৮ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। আগামী মঙ্গলবার থেকে শুধু রাজশাহী সিটি করপোরেশনে বসবাস করা নাগরিকদের মাঝে এ ভ্যাকসিন দেয়া হবে। আর উপজেলাগুলোতেও পূর্বের মতো ভ্যাকসিন দেয়া চালু থাকবে। রবিবার রাজশাহীতে ভ্যাকসিন নিয়েছেন ৮০৬ জন। যাদের মধ্যে পুরুষ ৪২৩ এবং নারী ৩৮৩ জন। ভ্যাকসিন গ্রহিতার সংখ্যা বাড়ছে বেলও নিশ্চিত করেছেন রাজশাহী জেলার সিভিল সার্জন।

আরবিসি/১১ জুলাই/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category