• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনায় এবং করোনার উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

আজ শনিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সেবিকা ইনচার্জ দীপ্তি রানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের তথ্য মোতাবেক, গত ২৪ ঘণ্টায় আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬০। তবে গত ছয় দিনে প্রথমবার শনাক্তের সংখ্যা দুই শর নিচে নামল। আগের দিনের তুলনায় শনাক্তের হার বেড়ে ২৯ দশমিক ৮৮ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১০৪ জন করোনা রোগী। শনাক্তদের মধ্যে সদরে ৯৭ জন আর ভেড়ামারায় ৩৭ জন।

গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনে এখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার জানান, ২০০ শয্যায় করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯২ জন রোগী। এর মধ্যে ১৯২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছে না।

আরবিসি/১০ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category