স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘার মশিদপুর এলাকা থেকে ১৯ দিন আগে অপহরণ হওয়া স্কুল ছাত্রীকে নারায়গঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে আপহরণকারী আশিক আহম্মেদ কেউ আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে বাঘা থানার (ইন্সেপেক্টর) তদন্ত এ অভিযান পরিচালনা করেন।
এর আগে পুলিশ এ মামলায় উপজেলার মশিদপুর গ্রামের হজরত আলীর ছেলে সুজন আলী (৩০), হারু আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও ফরিদ আলীর ছেলে হৃদয় আহম্মেদ (২২)। কে আটক করেন।
উল্লেখ্য, গত মাসের ২১ তারিখ মশিদপুর গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী সন্ধ্যায় নানার বাড়ি থেকে নিজ বাড়ি আসছিল। এ সময় মশিদপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আশিক আহম্মেদ (২২) সে তার ৫-৬ জন বন্ধুর সহযোগিতায় ঐ ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক তাকে মাইক্রোতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামীকে করে পরদিন বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ ঘটনার ১৯ দিন পর নারায়গঞ্জ এলাকা থেকে নারায়নগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাঘা থানার (ইন্সেপেক্টর) তদন্ত মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আপহরণকারী আশিক আহম্মেদ কেউ আটক করা-সহ স্কুল ছাত্রীকে উদ্ধার করেতে সক্ষম হন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনানুগ ভাবে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
আরবিসি/১০ জুলাই/ রোজি