স্টাফ রিপোর্টার : রাজশাহীতে টানা পাঁচদিন কমার পর ফের বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৯৯ শতাংশ।
আগের দিন বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ। এছাড়াও গত বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ, গত মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ, গত রোববার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ আর শনিবার ছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ।
ল্যাব সূত্র জানায়, এ দিন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১০৩ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা পাওয়া গেছে।
আরবিসি/০৯ জুলাই/ রোজি