আরবিসি ডেস্ক : বুধবার কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে হাই ভোল্টেজের সেই ম্যাচ।
তার আগে ম্যাচটিকে ঘিরে সামজিক মাধ্যমে দুই ভাগ হয়ে গেছেন নেটিজেনরা। একদল বলছে ফাইনালে জিতবে আর্জেন্টিনা। অন্যদলের বাজি ব্রাজিলের পক্ষে। এ নিয়ে দুই দলের ভক্ত-সমর্থকরা নানা তর্ক-বিতর্ক এবং অনাকাঙিক্ষত ঘটনাও ঘটাচ্ছেন। এবার এই উত্তাপে নিজেকে জড়ালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তবে তিনি কারো পক্ষ না নিয়ে দুই দলের সমর্থকদের সংযত হতে বললেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই বার্তা দেন বুবলী।
বুবলী লেখেন, ‘আমরা বাঙালিরা যেমন ভোজনরসিক তেমনি নানান বিনোদনধর্মী শাখায় নিজেদের বিনোদিত করতে সবাই ভীষণ ভালোবাসি। তা সিনেমা হোক বা খেলা কিংবা এ জাতীয় কিছু। এ ধরনের আনন্দপ্রেমী জাতি হিসেবে খুব গর্ববোধ করি কিন্তু পাশাপাশি যখন দেখি বা শুনি আমাদের দেশের মানুষ বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল এর মতো ভিন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, রেষারেষি, হেয় করা, গালাগালি, তর্কাতর্কি, গন্ডগোল, আহাজারি এবং আত্মহত্যার মত ঘটনা ঘটাচ্ছে তা সত্যি দু:খজনক।’
সবাইকে সতর্কও করেন এই নায়িকা, ‘ভাইয়া এবং আপুরা, যাদের জন্য আমরা এসব করছি তারা তো জানেই না যে তাদের এতো ভক্ত বাংলাদেশে আছে, আর সবাইকে চেনা তো দুরের কথা! এমনকি তাদের নিজেদের দেশের মানুষেরা তাদের নিজের দেশের খেলা নিয়ে শুধু উপভোগ করে, কিন্তু আমাদের মতো এরকম করে কি না আমার জানা নেই।’
বুবলী আরও লেখেন, ‘অবশ্যই সাপোর্টার হতেই পারি, কিন্তু তাই বলে অন্য কোনো দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, ঝগড়া, ছোট করা, হেয় করা এমন কি আত্মহত্যা! দিন শেষে এই অতি সিরিয়াস ভক্তরাই কিন্তু নিজেকে মানসিক বা শারীরিকভাবে কষ্ট দিচ্ছে, তাতে কি আর্জেন্টিনা বা ব্রাজিলের কিছু আসছে-যাচ্ছে?’
‘বসগিরি’ তারকা সবাইকে অনুরোধ করে বলেন, ‘তাই প্লিজ! প্রিয় কোনো দলের প্রতি ভালোলাগা বা সাপোর্ট থাকতেই পারে এবং অবশ্যই তা সম্মান করি। কিন্তু তা যেনো নিজেদের ক্ষতি করে বাড়াবাড়ির পর্যায়ে না যায়।’
আরবসি/ি০৮ জুলাই/ রোজি