• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

তামিমকে নিয়ে শঙ্কা

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক : হাঁটুর ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন এমনটাই।

দীর্ঘদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন তামিম। তবে ব্যথা সামান্য হওয়ায় খেলে যাচ্ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসর চলাকালীন ব্যথা বেড়ে যাওয়ায়, টুর্নামেন্টের মাঝপথ থেকে বিদায় নেন তামিম। আসরে আর খেলেননি। চিকিৎসকরা এসময় তাকে একসপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দেন।
পরামর্শ মেনেই বিশ্রামে ছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, তামিমকে নিয়ে এখনো শঙ্কামুক্ত নন তারা।

ডোমিঙ্গো বলেন, দূর্ভাগ্যবশত তামিম এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। আমরা তার জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবো। তবে টেস্টে সে খেলতে পারবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না।

৭ জুলাই শুরু হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট।

আরবিসি/০৬ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category