• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

অক্সিজেন সংকটে ইন্দোনেশিয়ায় ৬৩ করোনা রোগীর মৃত্যু

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক : অক্সিজেন সংকটের কারণে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

দেশটির জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে রোববার (৪ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শনিবার ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ৩৩ জন করোনা রোগীর মৃত্যুর কথা গণমাধ্যমে প্রকাশ হলেও রোববারের প্রতিবেদনে অক্সিজেন সংকটে মৃত রোগীর সংখ্যা ৬৩ বলে জানায় ভয়েস অব আমেরিকা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন। এরপরও ৬৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি। ইয়গ্যাকার্তা শহরসহ ইন্দোনেশিয়ার সব অঞ্চলেই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।

ড. সার্দজিতো জেনারেল হাসপাতালের পরিচালক রুকমনো সিস্বিশান্ত রোববার জানান, ‘আকস্মিক ওই পরিস্থিতিতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ইয়গ্যাকার্তা পুলিশ বিভাগের দেওয়া ১০০টি সিলিন্ডারসহ অন্যান্য সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে দেরি হওয়ার কারণে আমাদের সকল প্রচেষ্টাই বিফলে যায়।’

জনসংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। এছাড়া করোনা মহামারিতে এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যেও দেশটি অন্যতম। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই দেশটিতে নতুন সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যায় রেকর্ড হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ইন্দোনেশিয়ায় ৫৫৫ জন মারা গেছেন। গত বছর মহামারি শুরুর পর থেকে দেশটিতে এবারই প্রথম একদিনে এতোসংখ্যক করোনা রোগী মারা গেলেন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট ৬০ হাজার ৫৮২ জন মারা গেছেন।

আরবিসি/০৫ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category