• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

দেশে একদিনে আরও ৮৬৬১ জনরে করোনা শনাক্ত

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক : গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৬১ জনরে করোনা শনাক্ত। এ নয়িে দশেে আক্রান্তরে সংখ্যা বড়েে দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫৩ জনরে মৃত্যু হয়েছে। যা দশেে একদনিে করোনায় র্সবোচ্চ মৃত্যু। এর আগে বৃহস্পতবিার (১ জুলাই) দশেে র্সবোচ্চ ১৪৩ জনরে মৃত্যু হয়ছেলি। এনয়িে দশেে মৃতরে সংখ্যা বড়েে দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জন।ে টানা আটদনি ধরে শতাধকি মৃত্যু দখেছে দশে।

আজ রববিার স্বাস্থ্য অধদিফতররে অতরিক্তি মহাপরচিালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসমিা সুলতানা স্বাক্ষরতি এক বজ্ঞিপ্ততিে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হয়ছেনে ৪ হাজার ৬৯৮ জন। এ নয়িে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৮৮দশমকি ২৫ শতাংশ।

আরবিসি/০৪ জুলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category