আরবিসি ডেস্ক : রাজধানীসহ সারা দেশে পাড়া-মহল্লায় যেকোনো সময় অভিযান চালানোর ঘোষণা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে সারা দেশে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।
গত দুই দিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকায় প্রধান সড়কগুলোতে যানবাহন ও লোকজনের চলাচল কমেছে। তবে, পাড়া-মহল্লার অলি-গলিতে মানুষের উপস্থিতি তেমন কমেনি। বেশিরভাগ দোকানপাটে লোকজন জড়ো হয়ে আড্ডা মারছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। শিগগির তাদের বিরুদ্ধে অভিযান চালাবে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেছেন, ‘আমরা যেকোনো মুহূর্তে পাড়া-মহল্লায় অভিযান চালাবো। যারা এখনও পাড়া-মহল্লায় দোকানপাট খোলা রেখে মানুষের সমাগম বাড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা সারা দেশে চার শতাধিক চেকপোস্ট বসিয়েছি। গত দুই দিনে আমরা প্রায় চার শতাধিক মানুষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছি। যারা বিনা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন, তাদের আমরা সতর্ক করছি। অনেককে জেল হাজতে পাঠিয়েছি।’
আজ রাসেল স্কয়ারে ছয়জনকে ১ হাজার ২০০ এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন র্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
এর আগে শনিবার সকালে রাজধানীর শাহবাগে চেকপোস্টে লকডাউনের বিধি ভঙ্গের অভিযোগে দুজনকে ৩ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ।
আরবিসি/০৩ জুলাই/ রোজি