আরবিসি ডেস্ক : সাত সকালে গ্রামের রাস্তায় পায়ে পায়ে এগিয়ে আসছে একটি কুমির। দু’পাশে বাড়ি। রাস্তা বলতে সরু একখানি গলি, পাড়ার ভেতর যেমন থাকে। ভারতের কর্নাটকের কোগিলবান গ্রামের সেই গলি বেয়ে কুমিরের হামাগুড়ি দেওয়ার ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করেছিলেন কেউ। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নির্ভয়ে গ্রামের রাস্তায় চলে বেড়াচ্ছে একটি কুমির। নিরাপদ দূরত্ব বজায় রেখে তার পেছন পেছন লোকজন। কারও দিকে তেড়ে যাওয়ার কোনো লক্ষণও নেই। এমনকি সামনে হঠাৎ একটি কুকুর চলে এলেও সে দিকে ফিরে তাকায়নি কুমিরটি। বরং বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর রাস্তার এক পাশে দম নিতে একটু জিরিয়ে নেয় সে। সংবাদ সংস্থা এএনআই তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিল ভিডিওটি।
এই ঘটনার কিছুক্ষণ পরেই কুমিরটিকে উদ্ধার করেছে বন দফতর। কর্নাটকের দান্দেলির ডেপুটি রেঞ্জ অফিসার রামু গৌড়া জানিয়েছেন, গ্রামটির কাছেই কালি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে কুমিরটিকে।
তার ধারণা, ওই নদী থেকেই উঠে এসেছিল কুমিরটি। তাদের মতে, ওই নদীতে কুমির থাকলেও তারা কখনো লোকালয়ে আসে না। এই ঘটনাটি বিচ্ছিন্ন বলেই মনে করছেন বন দফতরের কর্মকর্তারা।
আরবিসি/০৩ জুলাই/ রোজি