• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

শেষ হলো বাজেট অধিবেশন

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

আরবিসি ডেস্ক: শেষ হল একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন, যা ছিল এ বছরের বাজেট অধিবেশন। মহামারীকালের দ্বিতীয় এই বাজেট অধিবেশন শুরু হয়েছিল গত ২ জুন, যা শনিবার শেষ হল।

এই অধিবেশনে গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। আলোচনার পর গত ৩০ জুন তা পাস হয়। উপস্থাপনের পর দুই দিন আলোচনা করে চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হয়। সপ্তাহখানেক বিরতি দিয়ে টানা চার দিন ২০২১-২২ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা চলে। এরপর আরও ১০ দিন বিরতি দিয়ে দুই দিন বাজেটের উপর আলোচনা হয়।

সব মিলিয়ে ৮৫ জন সংসদ সদস্য এবার বাজেটের উপর আলোচনা করেন। সম্পূরক বাজেটসহ বাজেটের উপর ছয় দিনে ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর আগে গত বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন হয়েছিল। নয় দিনের ওই বাজেট অধিবেশনে ১৮ জন সংসদ সদস্য ৫ ঘণ্টা ১৮ মিনিট আলোচনা করেছিলেন। অধিবেশন জুড়েই সংসদ সদস্যরা বাজেটের উপর সাধারণ আলোচনা করেন। বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের বেশ কয়েক জন সদস্য স্বাস্থ্য সেবা, সরকারের আমলা নির্ভরতার সমালোচনা করেন।

করোনাভাইরাস মহামারী মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মত এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলে। এক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিয়েছেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসে সংসদ। মহামারী কালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও সংসদ ভবনে প্রবেশাধিকার ছিল না গণমাধ্যমকর্মীদের।

শনিবার অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্যদিয়ে অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে সংসদ কক্ষে দেখানো হয় ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেওয়া ভাষণ।

আরবিসি/০৩ জলাই/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category