স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধ কোটি টাকার হেরোইনসহ এক তরুণীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এই তরুণী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারি এ তরুণীর নাম মুক্তি পারভীন (১৯)। সে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মুক্তিকে গ্রেফতার করা হয়। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক কারবারে জড়িত ছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সে হেরোইন সরবরাহ করে আসছিল। মাদকের কারবার করে সে অল্পদিনে প্রচুর অর্থের মালিক হয়েছে। বেশ কিছুদিন যাবৎ সে র্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিল। এরপর হাতে-নাতে তাকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই তরুণী কয়েক বছর ধরে এই এই মাদক কারবারে জড়িত। মাদকের গডফাদারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তার রয়েছে সখ্যতা। এ সুযোগে দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে অল্পদিনে ধন-সম্পদের মালিকও হয়ে যায় সে।
আরবিসি/০২ জুলাই/ রোজি