আরবিসি ডেস্ক : রাজশাহীর বাগমারায় লকডাউনের বিধিনিষেধের নামে এক কলেজ শিক্ষক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার সাঁকোয়া গ্রামে নিজ বাড়ির দরজার সামনে বৃহস্পতিবার বিকালে অসুস্থ আব্দুল আজিজকে সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের উপস্থিতিতে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি বাগমারায় ভাইরাল হয়ে পড়ে রাতে। কলেজশিক্ষকদের মাঝে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আহত আব্দুল আজিজ সাধনপুর পঙ্গু ও শিশু নিকেতন ডিগ্রি কলেজের প্রভাষক।
আব্দুল আজিজ অভিযোগ করেন, তিনি অসুস্থ থাকায় নিজ বাড়ির সামনে বিকাল সাড়ে পাঁচটার দিকে রাস্তায় বসেছিলেন। এসময় এ্যাসিল্যান্ড মাহামুদুল হাসানসহ পুলিশের একটি গাড়ি ওইদিক দিয়ে যাচ্ছিলো। এরপর গাড়ি বহর থেমে আব্দুল আজিজকে ধরে অতর্কিত পেটাতে শুরু করে। পিটিয়ে আহত করা হয়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাগমারার এক আওয়ামী লীগ নেতা রাত ১০টার দিকে ঘটনাটি তুলে ধরে কলেজ শিক্ষক আজিজের ছবিসহ একটা পোস্ট করেন ফেসবুকে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে উপজেলার শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তবে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি।
আরবিসি/০২ জুলাই/ রোজি