• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

লকডাউনের আগেই তিন হাজার পরিবারে খাদ্য দিলেন মেয়র লিটন

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী কঠোর লকডাউন শুরুর আগেই রাজশাহীর তিন হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গরীব, অসহায়, দিনমুজুর, রিকশা ও ইজিবাইক চালকসহ বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।

বুধবার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিজে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র লিটন। এসময় তিনি বলেন, সারাবিশে^র ন্যায় বাংলাদেশেও করোনা দ্বিতীয় ঢেউ গুরুতরভাবে হানা দিয়েছে। এমন পরিস্থিতিতে সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। বিধিনিষেধ চলাকালে যাতে পেশাজীবী সংগঠনের সদস্য এবং গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমুজুর ও কর্মহীন মানুষেরা খাদ্য সংকটে না থাকে সেজন্য ৩ হাজারের অধিক পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হলো।

সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে অব্যাহতভাবে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। রাজশাহীতে সরকারিভাবে প্রাপ্ত খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করে মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করছেন তিনি।

তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনের হটলাইন ০১৭৫৮-৯০১ ৯০৩ নম্বরে কল করলেই বাড়ি বাড়ি অক্সিজেন পৌছে যাচ্ছে। যাদের প্রয়োজন তাদের প্রয়োজনীয় ওষুধ ও বিশেষ প্যাকেজের খাদ্যের প্যাকেট দিচ্ছি। করোনার এই দুঃসময়ে আমরা সব সময় মানুষের পাশে আছি। আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।

প্রসঙ্গত, ১২টি সংগঠনের মোট ৩ হাজার ৫০জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল আছে। এরআগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ৩ হাজার ৫০টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর প্যাকেট। অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে মাঠ ত্যাগ করেন।

আরবিসি/৩০ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category