রাবি প্রতিনিধি: স্থগিত পরীক্ষাসমূহ দিতে এসে চলমান লকডাউনে আটকা পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। বুধবার (৩০ জুন) দুপুরে সংগঠনটির অর্থ সম্পাদক রিয়াজ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির রাবি শাখা সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সোয়াদ যৌথ বিবৃতিতে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করলে পরীক্ষা দিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা রাজশাহীতে আসে। কিন্তু হঠাৎ করে সরকারের হঠকারী সিদ্ধান্ত লকডাউন-শাটডাউনের কারণে রাবির ব্যর্থ প্রশাসন পরীক্ষা আবারও স্থগিত করে। যার ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। যেসব শিক্ষার্থী রাজশাহীতে এসেছে তারা গাড়ি বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছেনা। আবার রাজশাহীর বিভিন্ন মেসে বা বাসায় শিক্ষার্থীদের থাকাটাও ঝুকিপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে শিক্ষার্থীদের এই ভোগান্তির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কেন তারা বারবার শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলছে ছাত্র সমাজের কাছে তার জবাবদিহি করতে হবে।’
বিজ্ঞপ্তিতে সংগঠনটি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘যেসকল পরীক্ষার্থী রাজশাহীতে এসেছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে নিরাপদে বাড়িতে ফেরার ব্যবস্থা করতে হবে। এবং এতে করে যাতে কোন শিক্ষার্থী ও তার পরিবার স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের খরচে শিক্ষার্থীদের জন্য নিজ এলাকায় হোম কোয়ারান্টাইনের ব্যবস্থা করতে হবে। আর যেসব শিক্ষার্থী রাজশাহীতে থাকতে চায় তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে সেখানে রাখার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষার্থীদের কাছে কোন পয়সা নেওয়া যাবেনা।’
বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের কারণে যদি কোন শিক্ষার্থীর কোনরকম ক্ষতি হয়, তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবে।’
আরবিসি/৩০ জুন/ রোজি